Have good intention, Try your best...
মৃত্যুর চেয়ে বড় সত্য আর নাই। ৬০-৭০ বছরের ক্ষুদ্র জীবন, একভাবে শেষ হয়েই যাবে। বাকি রইবে অনন্তকালের যাত্রা। বুদ্ধিমান তো সে-ই, যে তার ক্ষুদ্র জীবন থেকে অসীম যাত্রার জন্য পর্যাপ্ত ইনভেস্ট করে যেতে পেরেছে। নির্বোধ সে-ই, যে এক বিন্দু পানির স্বাদ উপভোগ করতে গিয়ে একসমুদ্র জল বিনষ্ট করে ফেললো। সে কী পেলো, যে আল্লাহকে হারালো? সে কী হারালো, যে আল্লাহকে পেলো?
একজন মানুষ তার জ্ঞানের গভীরতার সমান বড় আর তার তাকওয়ার সমান সম্মানিত।