‘ব্যক্তি ‘সোহাগ’ থেকে শিক্ষণীয় কিছু বিষয়’


সম্প্রতি অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ ভাই ৩ দিনের একটি জামাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে আসেন। যেহেতু সেই জামাতে আমিও ছিলাম সেজন্য তাকে খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তার ব্যক্তিগত জীবন থেকে আমি যে বিষয়গুলো শিখেছি তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমি এই লেখাতে তুলে ধরতে চেষ্টা করবো ইনশা’আল্লাহ। 



1. অসাধারণ প্রবলেম সলভিং মেন্টালিটি

সোহাগ ভাই প্রথমেই যখন আমাদের ক্যাম্পাস মসজিদে প্রবেশ করেন তখনই মসজিদের গম্বুজের কারণে শব্দ প্রতিফলিত হওয়ার বিষয়টা তার নজরে আসে এবং তিনি সেই বিষয়ে কী করতে হবে সে সম্পর্কে আমাদের দিক নির্দেশনা দেন। কেন এমনটা হয় সেটার কিছু সাইন্টিফিক ব্যাখ্যাও আমাদের জানান। 


2. নামাজে অনেক বেশি ধীর-স্থিরতা-

সোহাগ ভাই এর নামাজগুলো ছিলো এক কথায় অনবদ্য। এতোটা ধীর-স্থিরভাবে আমি খুব কম মানুষকে সালাত আদায় করতে দেখেছি। উনার সিজদাগুলো বেশ দীর্ঘ ছিলো। একেকটা সিজদা প্রায় মিনিট খানেকের মতো লম্বা ছিলো আর সাধারণত সবার শেষে তার নামাজ শেষ হতো। 


3. অন্যের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা-

তিনি অন্যের কথা অনেক বেশি মনোযোগের সহিত শুনতেন এবং ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে সময় দিতেন। 


4. Sohag vai is a Highly Focused Person- 

আপনারা হয়তো অনেকেই জানেন তিনি সোশাল মিডিয়া ব্যবহার করেন না। এখন আরেকটা তথ্য আপনাদের দিই সেটা হচ্ছে আপনার নাম্বার যদি তার ফোনের কন্টাক্ট লিস্টে না থাকে তাহলে আপনি উনাকে সারাদিন চেষ্টা করেও ফোন দিতেও পারবেন না। সেটিংসটা এমন করেই রাখা। উনার কাজে ফোকাস ধরে থাকার জন্য উনি এতোটাই স্ট্রিক্ট। 


5. সবার সাথে হাসি মুখে কথা বলা-

তিনি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে সময় দেন আর তাদের সবার সাথে হাসি মুখে কথা বলেন। কিছু ক্ষেত্রে মানুষকে হাসান। কোনো রাগ বা কঠোর প্রকৃতির স্বভাব আমার একটিবারের জন্যও চোখে পড়েনি। 


6. চিন্তা করে আগ্রহের সাথে কথা বলা

তিনি প্রতিটা কথা বেশ চিন্তা করে আগ্রহের সাথে বলেন। শুধুমাত্র কথা বলার জন্য বলা বা কোনো অনর্থক, অপ্রয়োজনীয় কথা আমি তাকে বলতে শুনিনি। 


7. ক্লিয়ারলি নিজেকে উপস্থাপন করা

তিনি কি বলতে চাচ্ছেন তার কথায় সেটা অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেন। এজন্য আশা করা যায় আপনি উনার কথা সহজেই বুঝতে পারবেন। 


8. অধীনস্তদের খোঁজ-খবর নেওয়া এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন

আমরা যখন সবাইকে খাওয়ানোর দায়িত্ব পালন করার পর নিজেরা খাচ্ছিলাম, তখন তিনি আমাদের বলেছিলেন, “আহারে, বেচারারা সবাই কত কষ্ট করে অন্যদের ভালো খাবার খাইয়ে নিজের শুধু ডাল-ভাত খাচ্ছে।” অথচ ব্যপারটা মোটেও এমনটা ছিলো না। আমরাও ভালো খাবারই খাচ্ছিলাম। তবে তার এই কথা আমাদের মুহূর্তেই ক্লান্তি ভুলিয়ে দেয়। 


9. অনেক বেশি বিনয়ী হওয়া

সোহাগ ভাইয়ের প্রতিটা কথাতেই ছিলো অনেক বেশি বিনয়ের স্পর্শ। কোনো দম্ভ বা অহংকার আমার চোখে পড়েনি। এমনকি তিনি যখন গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে বক্তব্য রাখেন তখন এই মহাবিশ্বের তুলনায় আমরা কত ক্ষুদ্র এবং এবং কেন আমাদের বিনয়ী হওয়া প্রয়োজন এই টপিকে একটা স্বতন্ত্র বক্তব্য রাখেন। 


10. সাহসের সাথে কথা বলা

ভার্সিটির সেন্ট্রাল মসজিদে উনি যখন জ্বীন, ব্ল্যাক ম্যাজিক বা রুকিয়া নিয়ে কিছু কথা বলছিলেন তখন তিনি বেশ সাহসের সাথে এই বিষয়ে কথা বলেন। কোনো রাখ-ঢাক ছাড়াই এই বিষয়ে ইসলামের অবস্থান সবার সামনে তুলে ধরেন। 


11. নিজের কাজ নিজে করা

উনি উনার প্রতিটা কাজ নিজেই করতেন। নিজের বেড গুছানো থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার পূর্বে মশারী পর্যন্ত নিজেই টাঙাতেন। 


12. মানুষের প্রশ্নে বিরক্তির বহিঃপ্রকাশ না করা

প্রায় সারাটা দিনই মানুষ একটু সুযোগ পেলেই তাকে প্রশ্ন করেছে কিন্তু তাদের প্রশ্নে সোহাগ ভাই সামান্য বিরক্তিও প্রকাশ করেননি। বরং অনেক সময় কেউ তার পাশে যেয়ে কিছু জিজ্ঞাসা করতে সংকোচবোধ করলে উনি নিজে থেকেই তাদের সাথে কথা বলেছেন এবং কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে বলেছেন। 


13. আমিরের সাথে পরামর্শ করা এবং তার সিদ্ধান্ত মেনে নেওয়া-

তিনি কোনো কিছুতে অস্পষ্ট থাকলে জামাতের আমির বা নেতার সাথে পরামর্শ করেছেন এবং তিনি যে ফায়সালা দিতেন সেটা বিনা বাক্যে মেনে নিয়েছেন। 


14. মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি করে দেওয়া

কিছু ক্ষেত্রে তিনি মানুষকে সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে তার মাঝে আগ্রহ সৃষ্টি করে দেন যেন সে নিজেই তার প্রশ্নের উত্তর খুজে বের করে। 


15. প্রোডাক্টিভিটি

সোহাগ ভাই অত্যন্ত প্রোডাক্টিভ এবং কর্মঠ একজন মানুষ। তিন দিনের এই জামাতে সামান্য অলসতা বা ক্লান্তিভাব আমার চোখে পড়েনি যদিও উনি প্রায় সারাদিনই কথা বলেছেন, বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য রেখেছেন, মানুষকে দাওয়াহ দিয়েছেন। 


ব্যক্তি ‘সোহাগ’ থেকে এমন আরও অনেক কিছু শেখার আছে। তবে আপাতত এখানেই ইতি টানলাম। আল্লাহ রব্বুল আলামিন সোহাগ ভাইকে আমাদের ধারণার থেকেও উত্তম বানিয়ে দিন। আমার পরবর্তী লেখায় তার দেওয়া নসীহাহগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশা’আল্লাহ। 



~An-Nafe Ishfak Tamim

Date: 15 January, 2023